নিজস্ব প্রতিবেদক ঃ !! দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে গতকাল সোমবার ৫টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ২ টি দপ্তরে অভিযান পরিচালনা করা সহ ৩ টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে !!
ব্যাংক এশিয়া লিমিটেড ও ডাচ্ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ, ঈশ্বরদী, পাবনা-এর বিরুদ্ধে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের বিদ্যুৎ বিল গ্রহণের ক্ষেত্রে রেভিনিউ স্ট্যাম্প ব্যবহার না করে সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার ১ আগস্ট, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনা’র সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্র ধর এর নেতৃত্বে সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন এবং উপ-সহকারী পরিচালক মোঃ মনোয়ার হোসেন ও মোঃ মোক্তার হোসেন এর সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম সরেজমিনে অভিযান পরিচালনা করেছে। ঝটিকা অভিযান পরিচালনাকালে টিম কয়েকজন গ্রাহকের কাছ থেকে বিল পরিশোধের কাগজপত্র সংগ্রহ করে ও ডাচ বাংলা ব্যাংক লি. এর এজেন্ট অফিস, ব্যাংক এশিয়া লি. এর এজেন্ট অফিস, ব্যাংক এশিয়া লি. এর জোনাল অফিস, ঈশ্বরদী শাখা পরিদর্শনসহ রেকর্ডপত্র পর্যালোচনা করে। সরেজমিনে পরিদর্শন ও রেকর্ডপত্র পর্যালোচনায় বর্ণিত অভিযোগ এর বিষয়টি টিম এর কাছে প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। পরবর্তীতে রেকর্ডপত্র যাচাইয়ের আলোকে বিস্তারিত প্রতিবেদন কমিশনে শীঘ্রই দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
হরিরামপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা-এর প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ব্যাপারি বিরুদ্ধে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নামে সমাজকল্যাণ অফিস হতে বরাদ্দকৃত ভাতার টাকা ভুয়া মোবাইল নাম্বার ব্যবহার করে উত্তলনপূর্বক দীর্ঘদিন যাবত আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, রংপুরের সহকারী পরিচালক হোসাইন শরীফ এর নেতৃত্বে একটা টি গতকাল সোমবার অপর একটি অভিযান পরিচালনা করেছে। দুদক টিম কর্তৃক সরেজমিনে স্কুলটি পরিদর্শনসহ, উপজেলা সমাজসেবা কার্যালয় গোবিন্দগঞ্জ হতে উক্ত প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের তালিকা এবং ভাতাভোগী শিক্ষার্থীর তালিকা সংগ্রহপূর্বক পর্যালোচনা করে দেখা যায়, উক্ত প্রতিষ্ঠানটি একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠান।
যার অবকাঠামোগত কোন সক্ষমতা এবং সুযোগ-সুবিধা নেই এবং প্রতিবন্ধী শিক্ষার্থী নামে সরকারি অর্থসহ অন্যান্য সুযোগ-সুবিধা আদায় করে আত্মসাত করাই এর প্রধান লক্ষ্য। এ বিষয়ে আরও তথ্য উপাত্ত সংগ্রহপূর্বক দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন কমিশনের বিবেচনার জন্য প্রেরণ করবে দুদক এনফোর্সমেন্ট টিম।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৩টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।