পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক পরিবেশ দূষনের দায়ে গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার বরিশাল, কুমিল্লা, জামালপুর সহ বিভিন্ন জেলার প্রতিষ্ঠান কে বিপুল পরিমাণ অর্থ জরিমানা আদায়

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিনিধি ঃ গত রবিবার ২৫ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক শুনানী গ্রহণ ও পরিবেশ দূষনের দায়ে গাজীপুর জেলার এমা ড্রাই প্রসেস নামক প্রতিষ্ঠান-কে ৩ লক্ষ ৪৩ হাজার ২ শত ৯৬ টাকা, টাংগাইল জেলার শাহবেজ ওয়াশিং এন্ড ডাইং লিমিটেড-কে ২ লক্ষ টাকা, নারায়নগঞ্জ জেলার মেসার্স ভাই ভাই ডাইং এন্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ নামক প্রতিষ্ঠান-কে ৪৬ হাজার ৪ শত ৮০ টাকা, মেসার্স রয়েল টোবাকো নামক প্রতিষ্ঠান-কে ৪ লক্ষ টাকা, আশামনি প্রিন্টিং ইন্ডা: লি:-কে ৪৬ হাজার ৮০ টাকা, ময়মনসিংহ জেলার গ্লোরী টেক্সটাইল এন্ড এপারেলস লি:-কে ২৪ লক্ষ ৯৬ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।

চট্টগ্রাম অঞ্চল কার্যালয় শুনানী গ্রহণক্রমে পরিবেশ দূষণের দায়ে কক্সবাজার জেলার হোটেল আল হেরা নামক প্রতিষ্ঠান-কে ২০ হাজার টাকা, হোটেল গার্ডেন নামক প্রতিষ্ঠান-কে ২০ হাজার টাকা, হোটেল নিশিতা নামক প্রতিষ্ঠান-কে ২০ হাজার টাকা, হোটেল নিশিতা- নামক প্রতিষ্ঠান-কে ২০ হাজার টাকা, হোটেল সী কুইন (প্রা:) লি: নামক প্রতিষ্ঠান-কে ২০ হাজার টাকা, কুমিল্লা জেলার নোহা ফুড-কে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।এছাড়াও জামালপুর জেলায় শব্দ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি যানবাহন হতে মোট ৪ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

বরিশাল জেলার দক্ষিণ চর আইচা নামক স্থানে কীর্তনখোলা নদীর মধ্যে জেএসএম নামক কয়লা স্টক কোম্পানী কর্তৃক জেটি নির্মাণ করার জন্য প্রায় ৭০ফুট ভরাট করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *