ঘূর্ণিঝড় ‘মোখায়” সেন্টমার্টিন দ্বীপের ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা দিচ্ছে নৌবাহিনী

Uncategorized এইমাত্র চট্টগ্রাম জাতীয় সারাদেশ

নিজস্ব প্রতিনিধি :ঘূর্ণিঝড় ‘মোখা’ এ ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন দ্বীপের জনসাধারণের মাঝে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। এর অংশ হিসেবে  মঙ্গলবার ১৬ মে, সেন্টমার্টিন দ্বীপের ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় চিকিৎসা, ঔষধ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।


বিজ্ঞাপন

খাদ্য সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, ছোলা, লবণ, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।


বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী ঘূর্ণিঝড় ‘মোখা’ এ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তায় বিশেষ মেডিকেল টিম, জীবন রক্ষাকারী ঔষধ, স্যালাইন ও অন্যান্য সামগ্রী নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে।

এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। (তথ্য সূত্র : আইএসপিআর)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *