নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, লোটো-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বাংলালিংক-এর অরেঞ্জ ক্লাব সদস্যরা লোটোতে উপভোগ করতে পারবেন আকর্ষণীয় মূল্যছাড়। ‘অরেঞ্জ ক্লাব’ হল বাংলালিংক-এর একটি লয়্যালটি প্রোগ্রাম, যেটির মাধ্যমে বাংলালিংক-এর বিশেষ গ্রাহকদেরকে শীর্ষ স্থানীয় ব্র্যান্ডগুলো থেকে বিভিন্ন আকর্ষণীয় সুবিধা দেওয়া হয়ে থাকে। বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজম্যান্ট ডিরেক্টর রফিক আহমেদ ও লোটো-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী জাবেদ ইসলাম বাংলালিংক হেড অফিস-এ আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে, বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা লোটো ও লি কুপারের জুতা, স্যান্ডেল, ব্যাকপ্যাক, চামড়ার বেল্ট, মোজা, টি-শার্ট, ডেনিম প্যান্ট ইত্যাদিসহ সকল পণ্যের ক্ষেত্রে উপভোগ করতে পারবেন ১৫ শতাংশ মূল্যছাড়। গ্রাহকরা মাইবিএল সুপার অ্যাপের মাধ্যমে অথবা “BLOTTO” লিখে ৫৬৭৮ নম্বরে এসএমএস করে অফারটি নিতে পারবেন।
ফিরতি এসএমএস-এ গ্রাহকরা একটি বিশেষ কোড পাবেন, যেটির তাদেরকে ডিসকাউন্ট পেতে সাহায্য করবে। বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ, বলেন, “গ্রাহকরাই আমাদের সকল উদ্যোগ ও প্রাধান্যের কেন্দ্রবিন্দু। গ্রাহকদের প্রতিদিনের জীবনযাপনকে আমরা আরও সহজ ও উন্নত করার চেষ্টা করি। লোটো ও লি কুপার-এর সাথে এই সমঝোতা চুক্তিটি গ্রাহকদের প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। এর ফলে, আমাদের অরেঞ্জ ক্লাব গ্রাহকরা তাদের দৈনন্দিন প্রয়োজনে সেরা লাইফস্টাইল পণ্যগুলি কিনতে পারবেন আকর্ষণীয় ছাড়ে।” বাংলাদেশে লোটো ইতালিয়া ও লি কুপার ব্র্যান্ডের লাইসেন্সধারী, এক্সপ্রেস লেদার প্রোডাক্ট লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী জাভেদ ইসলাম, বলেন, “বাংলালিংক-এর সাথে চুক্তির মাধ্যমে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য আকর্ষণীয় অফার আনতে পেরে আমরা খুবই আনন্দিত।
এই চুক্তির ফলে, অরেঞ্জ ক্লাবের সদস্যরা লোটো ও লি কুপার-এ কেনাকাটা করার সময় সকল পণ্যে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। আমরা মনে করি, এই সমঝোতা চুক্তির ফলে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানের এই ক্রীড়া ও লাইফস্টাইল ব্র্যান্ডের মানসম্পন্ন পণ্য ক্রয় করে উপকৃত হবেন। এছাড়াও টাকার সর্বোত্তম ব্যবহারের মাধ্যমেও তারা লাভবান হবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থির ছিলেন, লোটো-এর জিএম (রিটেইল) তাইফুর রহমান, লোটো-এর হেড অব ব্র্যান্ডস এন্ড মার্কেটিং শফিকুর রহমান লিটন, বাংলালিংক-এর লয়্যালটি প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার জাইন জামান ও বাংলালিংক এর হেড অব এসএমই মোঃ মাহমুদুল হাসান।
Banglalink customers are getting 15% discount on Lotto
Staff Reporter : Banglalink, the country’s leading innovative digital service provider, has signed an agreement with Lotto to offer special discounts to its Orange Club members. Orange Club is the loyalty program by Banglalink that rewards its loyal customers with exclusive deals from leading brands. Rafiq Ahmed, Customer Life Cycle Management Director, Banglalink, and Kazi Javed Islam, Deputy Managing Director, Lotto, signed the agreement on behalf of their organizations recently at Banglalink head office. Banglalink Orange Club members can now enjoy an exclusive 15% flat discount on Lotto and Lee Cooper’s wide range of products including shoes, sandals, backpacks, leather belts, socks, t-shirts, denim pants, etc. Customers can avail the offer through MyBL app or type “BLOTTO” and send to 5678. Customers will receive a unique code which will help them to avail the discount. Rafiq Ahmed, Customer Life Cycle Management Director,
Banglalink, said, “Our customers are at the heart of everything we do. As we strive to enhance their digital lifestyles, our strategic partnership with Lotto and Lee Cooper is set to ensure that our Orange Club customers receive unmatched value through exciting discounts and access to top-notch lifestyle products for their everyday needs.” Kazi Javed Islam, Deputy Managing Director, Express Leather Products Ltd., Licensee of Lotto Italia and Lee Cooper brands in Bangladesh, said, “We are very happy to enter this partnership with Banglalink to bring exciting offers to Orange Club members, who can now enjoy discounts on all products while shopping at Lotto and Lee Cooper. We feel that this partnership will benefit Banglalink Orange Club members by purchasing our quality products which are the leading international sports and lifestyle brands in Bangladesh. It offers the best value for money”. Taifur Rahman, GM, Retail, Lotto; Shafiqur Rahman Liton, Head of Brands and Marketing, Lotto; Zain Zaman, Loyalty Program Senior Manager, Banglalink; and Md. Mahmudul Hasan, Head of SME, Banglalink were present at the signing ceremony.