যশোর গদখালির প্রথম বানিজ্যিক ফুল চাষি শের আলী’র মৃত্যুতে জেলা প্রশাসনের শোকবার্তা

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

সুমন হোসেন, (যশোর) :  যশোরের ঝিকরগাছার গদখালিতে ১৯৮২ সালে শের আলী সর্দার নামের জৈনিক ব্যক্তি ১ বিঘা জমিতে ভারত থেকে বীজ সংগ্রহ করে বাণিজ্যিক ভাবে ফুল চাষ শুরু করেন। আজকে সেই গদখালিকে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়।


বিজ্ঞাপন

দেশের মধ্যে উল্লেখযোগ্য একটি পর্যটন কেন্দ্র হিসাবে অধিক পরিচিত হয়েছে। বুধবার সকালে ফুল চাষি শের আলী নিজ বাড়িতে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন।


বিজ্ঞাপন

মৃত্যুকালে তার বয়স হয়েছে ৭৬ বছর। তার হাত ধরে ওই এলাকার অধিকাংশ মানুষ নেমেছেন ফুল চাষে। যার ফলে অনেকেই সফল হয়েছেন। সম্ভব হয়েছে নিজের ভাগ্য বদল করতে।


বিজ্ঞাপন

তার স্লোগান “যদি জোটে ১টি পয়সা খাদ্যে কিনিও খুদার লাগি, যদি জোটে ২টি পয়সা তার অর্ধেক ফুল কিনিও হে অনুরাগী”
এদিকে বাণিজ্যিকভাবে প্রথম ফুল চাষি শের আলী মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা প্রশাসন। যশোরের জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম খুলনা বিভাগীয় কমিশনার ও জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সকল সহকারী কমিশনার ভুমি এর নিকট একটি শোকবার্তা পাঠিয়েছেন। সেই সাথে সকল এর নিকট প্রয়াত ফুল চাষি শের আলীর জন্য দোয়া কামনা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *