কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামীকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আটক করেছে বিজিবি

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার একজন আসামীকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আটক করেছে বিজিবি, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  সাম্প্রতিক পরিস্থিতিতে গত ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার থেকে সুযোগ বুঝে বেশ কয়েকজন কয়েদী পলায়ন করতে সক্ষম হয়। অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে জেল পলাতক একজন আসামী পালিয়ে যাবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র মহেশপুর বিজিবি ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর একটি চৌকস টহলদল আজ মঙ্গলবার ২০ আগস্ট ভোরে সীমান্তবর্তী মাটিলা গ্রামের বাবলুর মেহগনি বাগানের মধ্যে ওত পেতে অপেক্ষমান থাকে। গোয়েন্দা তথ্য মোতাবেক সকাল ০৫০০টা থেকে ০৫৩০ টার মধ্যে উক্ত ব্যক্তি সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার কথা থাকলেও সকাল ৭ টা  পর্যন্ত কাউকে দেখা যায়নি। এই অবস্থার প্রেক্ষিতে আরো দুইটি টহলদল নিযুক্ত করা হয় এবং আশেপাশের বিওপিতেও সতর্কতা বৃদ্ধি করা হয়।


বিজ্ঞাপন

অপর একটি সুত্র থেকে জানা যায়, উক্ত ব্যক্তি মাটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের জঙ্গলে লুকিয়ে আছে। তাকে ধরার জন্য বিজিবি সদস্যরা পুরো এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করে। সকাল ১০৪০ টার দিকে মাটিলা ঈদগাহের পাশের জঙ্গলে তাকে দেখা গেছে বলে প্রাপ্ত খবরের ভিত্তিতে বিজিবি টহলদল উক্ত এলাকা ঘিরে অবস্থান নেয়। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি সীমান্তের দিকে অগ্রসর হয়।

বিজিবির টহলদল তার পিছু নিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে এবং সীমান্ত সংলগ্ন কোদালিয়া নদীতে ঝাঁপ দেয়। এসময় বিজিবি টহলদলের দুই সদস্য নদীতে লাফিয়ে তাকে আয়ত্বে নিতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে মাটিলা বিওপিতে নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদে জানা যায় সে গত ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়েছিল।

আটককৃত ব্যক্তি ঝিনাইদহের কোটচাঁদপুর থানার মোহনপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩৫) বলে জানা যায়। সে তার স্ত্রীকে হত্যার অপরাধে ১ জুন ২০২২ তারিখ হতে সাতক্ষীরা জেলা কারাগারে আটক ছিলো। তার মামলা নং-১৩৮/২২ এবং তার হাজতি নং-২৬৩২২২। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *